Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়া পৌরসভায় ৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১০:১৭:৪৮ এম

বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৩৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইউসুফ মিয়া বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, থানার ওসি ফকির তাইজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, শিক্ষা অফিসার ইসমত আরা পারভিন, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু, জামায়েতে ইসলামের পৌর আমির মওলানা আমান উল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ফরাহাদ হোসেন জনি, পৌরসভার সহকারী প্রকৌশলী (অ:দা) গোলাম আজম, হিসাব রক্ষক জুলফিক্কার আলী, প্রেসক্লাব সভাপতি ইকবাল কবির প্রমুখ।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৫শ ৫৬ টাকা। এতে উদ্বৃত্ত ধরা হয়েছে, ২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার ১শ ৩১ টাকা। বাজেট বাস্তবায়নে আয়ের মুল খাত ধরা হয়েছে সরকারি অনুদান (উন্নয়ন খাত)। এ খাত থেকে ৩১ কোটি ৯১লাখ টাকা পাওয়ার প্রত্যাশা করছে পৌর কর্তৃপক্ষ। এছাড়া রাজস্ব থেকে ২ কোটি ২১ লাখ ৬৫হাজার ৩শ ৫০টাকা, ও মূলধন খাত থেকে ১৩লাখ ৮০হাজার ২শ৫০ টাকা আয় ধরা হয়েছে। বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক ইউসুফ মিয়া সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়, পর্যাপ্ত সড়ক বাতি স্থাপন, পৌরবাসীর বিনোদনের জন্য একটি পৌরপার্ক স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পৌরসভার কাজ শতভাগ বাস্তবায়িত হবে। এসময় তিনি পৌরবাসীকে সময়মত পৌরকর পরিশোধের আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)