Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় কচ্ছপসহ বিক্রেতা  আটক, ২৭ দিনের কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৯:৪০:৫৮ এম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় জয় ঢালী (২২) নামের এক কচ্ছপ বিক্রেতাকে ২৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে তার নিকট থেকে উদ্ধারকৃত ২৭ সুন্ধি কচ্ছপ উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঘোনাবান্দা মধ্যপাড়া এলাকায় জল ঢালীর বাড়ি থেকে কচ্ছপসহ তাকে আটক করা হয়। ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রিতম কুমার চক্রবর্তী এ আদালত পরিচালনা করেন।

গোপন সূত্র ধরে থানা পুলিশ ও বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের সহায়তায় অভিযান চালিয়ে কচ্ছপসহ জয় ঢালী(২২) কে গ্রেফতার করা হয়। অভিযানে খুলনার জীব বৈচিত্র্য বন্য প্রাণি সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য ও থানা পুলিশের এসআই আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত. কচ্ছপ এক ধরনের বন্য প্রাণি যা প্রকৃতি থেকে প্রায় বিলুপ্ত এবং কচ্ছপ আহরণ, পরিবহণ ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। ধীরগতির এই প্রাণিটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরল ভূমিকা রাখে। এই সর্বভুক প্রাণি পঁচা-গলা, ময়লা ও মরা প্রাণি খেয়ে পরিবেশের দূষণ রোধ করে। মশার ডিম, লার্ভা ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে মানুষের সুস্থ জীবন গঠনে ভূমিকা রাখে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)