Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে জগন্নাথ ধামে পাঁচ শতাধিক বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা মেলা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৩:২৬:৫২ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে পাঁচ শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্য অনুযায়ী এবারও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে ভাটপাড়ায গ্রামে শ্রীশ্রী জগন্নাথ ধাম মন্দিরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসবটি উদযাপন করা হয়।
খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজারো ভক্ত-অনুসারী এই উৎসবে অংশ নেন। সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় এবারের মেলায় দর্শনার্থীর সংখ্যা ছিল বিগত বছরের তুলনায় অনেক বেশি।
মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, “সাড়ে পাঁচশ বছরের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি মিলনমেলায় রূপ নেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই রথ উপলক্ষে একত্রিত হন। আত্মীয়-স্বজন, বিশেষ করে জামাইরা এই উপলক্ষে গ্রামে আসেন একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। আমরা রথযাত্রার সময়সীমা বাড়িয়ে নয় দিন পর্যন্ত রাতেও অনুষ্ঠান চলমান রাখার উদ্যোগ নিয়েছি। এই উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতিরও এক অনন্য নিদর্শন।”
এসময় আরো উপস্থিত ছিলেন মেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক তাপস দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কুমার দাস ও জগন্নাথ আশ্রমের অধ্যক্ষ বাবু রবীন্দ্রনাথ গোস্বামী।
আগামী ৫ জুলাই (শনিবার) একই স্থানে ‘উল্টো রথযাত্রা’ অনুষ্ঠিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)