পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে সচেতনতা মূলক র্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।