বাঘারপাড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে সাংবাদিকদের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন যশোর ৪- আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।
উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, বাঘারপাড়া পৌর জামায়াতের আমির মো. আমানউল্লাহ, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের রোকন মাওলানা মশিয়ার রহমান, মাওলানা আবদুল হাই প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল শেখ হাসিনার মত ভবিষ্যতে এরকম স্বৈরাচারী মনোভাব নিয়ে কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করার সাহস না দেখায় সে ব্যাপারে হুঁশিয়ারি দেন এবং বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ভূমিকা রাখার মাধ্যমে সৎ, আল্লাহভীরু লোকদের ক্ষমতায় আনার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সহসভাপতি খান কেএম শরাফত উদ্দীন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক চন্দন দাস, সাবেক কোষাধ্যক্ষ তরুণ মন্ডল, শহিদুল ইসলাম, মঞ্জুর মুরশিদ প্রমুখ।