ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল হকের বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অনিয়ম, দুর্নীতির অভিযোগ করায় বিপাকে পড়েছে পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ ৬ মেম্বর। তাদের বিভিন্ন ধরনের ভয় ভীতিসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকির দেয়া হচ্ছে। এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ড মেম্বর টোলনা গ্রামের জাহাঙ্গীর আলম (বুলু) মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হকের বিরুদ্ধে গত ১৫ জুন খুলনা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট তার দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরেন পরিষদের ৬ মেম্বর। তারা চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রকাশ করেন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে গাত্রদাহ শুরু হয় চেয়ারম্যানসহ তার অনুসারিদের। একপর্যায়ে গত মঙ্গলবার বিভিন্ন সময় চেয়ারম্যানের একান্ত ঘনিষ্ঠ কাটেংগা গ্রামের মিলন মোল্যা (৪০) ও বরুনা গ্রামের রিপন গাজী (৩৮) তাদের ব্যবহৃত ফোন দিয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সংরক্ষিত ইউপি সদস্য আফরোজা বেগম ও ইউপি সদস্য বিএম মহিতুর রহমানের ব্যবহৃত ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে জীবন নাশসহ বিভিন্ন ধরনের ভয় ভীতি এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া জিডিতে বলা হয়েছে, একই দিনে বিকাল সাড়ে ৪ টার দিকে ইউপি সদস্য সাফাত আলী খানকে ইউনিয়ন পরিষদের মধ্যে ডেকে নিয়ে চেয়ারম্যানের উপস্থিতিতে রিপন গাজী অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাকে এলোপাতাড়ি মারপিট করা হয়।