নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : মহেশপুরের যুগিহুদা গ্রাম থেকে পুরাতন দু’টি মোটর সাইকেল ক্রয় করে দেয়ার কথা বলে ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন ফরিদপুর জেলার কানাইপুর উত্তরপাড়ার শিবু সাহা। এ ঘটনায় মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জুবায়ের ইসলাম বাদি হয়ে শিবু সাহাকে আসামি করে প্রতারণা মামলা করেছেন।
মামলার বাদী জুবায়ের ইসলাম এজাহারে উল্লেখ করেন, মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের হাফেজ মোস্তফা কামালের ছেলে জুবায়ের ইসলামের সাথে ফরিদপুরের কানাইপুর উত্তর পাড়ার মৃত আনন্দ কুমার সাহার ছেলে শিবু সাহার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের সুযোগে শিবু সাহা তার বন্ধু জুবায়ের ইসলামকে দু’টি পুরাতন (সেকেন্টহ্যাড) মোটর সাইকেল ক্রয় করে দেয়ার কথা বলে ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এর পর থেকে শিবু সাহাকে পাওয়া যাচ্ছে না।
মামলার বাদি জুবায়ের ইসলাম জানান, টাকা আদায় করতে না পেরে আদালতের আশ্রয় নিয়েছি।