Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এইচএসসিতে এবার যশোর বোর্ডে ৮ হাজার ৩৪৫ পরীক্ষার্থী কমেছে

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১০:২৪:৫৩ এম

 

মিরাজুল কবীর  টিটো: আগামী ২৬ জুন থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। এবছর যশোর  শিক্ষা  বোর্ডে ৮ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী কমেছে। এ তথ্য নিশ্চিত  করেছেন পরীক্ষার নিয়ন্ত্রক প্রফেসর  ড. আব্দুল  মতিন। তবে পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে  তিনি কিছু বলতে পারেননি।

বোর্ডের দেয়া তথ্য  অনুযায়ী এবছর যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী। গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৬৬২ জন । এ বছর বোর্ডে ৮ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী কমেছে।

 ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৬ হাজার ২০৮ জন ও অনিয়মিত ২৫ হাজার ৮৪২ পরীক্ষার্থী অংশ নেবে। বিজ্ঞানে অংশ নেবে  ২২  হাজার ৭৭ জন, মানবিকে অংশ নেবে ৮১ হাজার ৪৭৬ জন, ব্যবসায়ে শিক্ষায় অংশ নেবে ১২ হাজার ৭৬৪ জন।

খুলনার ৪৬ কেন্দ্রে অংশ নেবে ২৩ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। ছেলে ১২ হাজার ৭৫  জন ও মেয়ে ১১ হাজার ৩৩৩ জন। বাগেরহাটের  ২১ কেন্দ্রে অংশ নেবে ৮ হাজার ৫৪২ জন পরীক্ষার্থী। ছেলে ৩ হাজার ৬৫৮  জন ও মেয়ে ৪ হাজার ৮৮৪জন।

সাতক্ষীরার ২৩ কেন্দ্রে অংশ নেবে ১২ হাজার ১১৫ জন পরীক্ষার্থী। ছেলে ৬ হাজার ২২৯  জন ও মেয়ে ৫ হাজার ৮১৬ জন।

কুষ্টিয়ার ২৩ কেন্দ্রে অংশ নেবে ১৫ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী। ছেলে ৭ হাজার ১৯৫  জন ও মেয়ে ৮ হাজার ২১২ জন।

চুয়াডাঙ্গার ১২ কেন্দ্রে অংশ নেবে ৭ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থী। ছেলে ৩ হাজার ৮৮১  জন ও মেয়ে ৩ হাজার ৭৫৮ জন।

মেহেরপুরের  ৭ কেন্দ্রে অংশ নেবে ৪ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। ছেলে ১ হাজার ৯৬৮  জন ও মেয়ে ২ হাজার ১৯৯জন।

যশোরের  ৫০ কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৭৩ জন পরীক্ষার্থী। ছেলে ৯ হাজার ৫৪৭  জন ও মেয়ে ৯ হাজার ৫২৬ জন।

নড়াইলের ১১ কেন্দ্রে অংশ নেবে ৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী। ছেলে ২ হাজার ১৮৭  জন ও মেয়ে ২ হাজার ৫১৫ জন।

ঝিনাইদহের ২৭ কেন্দ্রে অংশ নেবে ১৪ হাজার ৮৪০ জন পরীক্ষার্থী। ছেলে ৭ হাজার ৮৮৯  জন ও মেয়ে ৬ হাজার ৯৫১জন।

মাগুরার ২০ কেন্দ্রে অংশ নেবে  ৬ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী। ছেলে ৩ হাজার ১৪৬  জন ও মেয়ে ৩ হাজার ২৭৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর  ড. আব্দুল  মতিন জানান, কি কারণে পরীক্ষার্থী কমেছে,  সেটা এখন বলা যাচ্ছে না। গবেষণা করে কমে যাওয়ার কারণ বলতে হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)