Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরায় ইভ্যালির রাসেলের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১০:০২:৫৬ এম

 

সাতক্ষীরা প্রতিনিধি: চেক প্রতারণার মামলায় এবার ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করা হয়েছে।

রোববার বিকেল ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালিতে একটি অ্যাপাচি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার ও ক্রয়মূল্য পরিশোধ করেন। মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভ্যালি কর্তৃপক্ষ তাকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে। চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ছিল ২০২২ সালের ১১ জানুয়ারি।। বাদী চেকটি তার নিজ হিসাবে জমা দিলে ডিজঅনার হয়। চেকটি ডিজঅনারের বিষয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশ পাঠানো হয়। ২০২২ সালের ৩০ জানুয়ারি ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ না নেয়ায় প্রতারিত হয়ে বাদী সাতক্ষীরা আমলী ১নম্বর আদালতে ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করে।

এ মামলায় আদালত রোববার ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করেছেন। তবে, রায় ঘোষণাকালে আসামি মোহাম্মদ রাসেল কাঠগড়ায় ছিলেন না। 

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি এ বিএম ইমরান (শাওন) বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)