ডুমরিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল খুলনা বিভাগের জেলা ও মহানগর, যশোর জেলা,বাগেরহাট জেলা, সাতক্ষীরা জেলা, নড়াইল জেলার ওলামা দলের সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয়েছে। শনিবার সকাল দশটায় খুলনা জেলা বিএনপির কার্যালয়ে এ ফরম বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা। প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি’র খুলনা মহানগরীর সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শফিকুল আলম মনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় উলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, বিএনপির খুলনা জেলা নেতা আশরাফুল আলম নান্নু ওলামাদের বাগেরহাট জেলা আহবায়ক মাওলানা হেমায়েত উদ্দিন, খুলনা জেলা সভাপতি মাওলানা ফারুক হোসাইন, ওলামা দলের জেলা নেতা মাওলানা মোহাম্মদ বিলায়েত হোসেন প্রমুখ। এছাড়া ৫ জুলাই খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।