আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দপ্তরী কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সভায় পুরনো কমিটি বিলুপ্ত করে ২৫ নম্বর দক্ষিণ চাপড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আব্দুল মাজেদকে সভাপতি ও ৯ নম্বর গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি শাহজালালকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যদের মধ্যে আল মামুন হোসেন সিনিয়র সহ সভাপতি, শরিফুল ইসলাম, বাপ্পী কুমার সানা ও জাহিদুল ইসলাম সহ সভাপতি, শহিদুল ইসলাম সিনিয়র সাধারণ সম্পাদক, শাহ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, শাহিনুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, ফরহাদ হোসেন দপ্তর সম্পাদক, মোজাম্মেল হোসেন কোষাধ্যক্ষ, আব্দুল আলীম প্রচার সম্পাদক, ইসমাইল হোসেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।
কমিটির কার্যকরী সদস্যরা হলেন, ইমরান হোসেন, ইমদাদুল হক, গৌতম কুমার, ফিরোজ রুমি , গিয়াস উদ্দিন, আল মুজাহিদ, দেব প্রসাদ রায় মিজানুর রহমান, নিরান কুমার মন্ডল এবং এস এম আক্তারুজ্জামান (পিন্টু), বিধান চন্দ্র মন্ডল, শংকর কুমার দাশ ও শরিফুল ইসলামকে কমিটির উপদেষ্টা করা হয়েছে।