মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মহম্মদপুরের নহাটা ইউনিয়ন বিএনপির দলীয় অফিস বৃহস্পতিবার বিকেলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নহাটা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নহাটা ইউনিয়ন বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছে। বিএনপির দু’গ্রুপের নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান নহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ ও অপর পক্ষের নেতৃত্ব দেন বর্তমান মেম্বার ফারুক হোসেন। গত বুধবার মাহামুদ চেয়ারম্যানের সমর্থকদের অতর্কিত হামলায় ফারুক মেম্বারসহ তার সমর্থকদের ৩৫ বাড়ি ঘর ভাঙচুর করে। এ ঘটনায় গুরুতর আহত হয় ৭ জন। তারই জেরে বৃহস্পতিবার বিকেলে ফারুক মেম্বারসহ তার সমর্থক রানা, কুতুবের নেতৃত্বে মাহমুদ চেয়ারম্যান সমর্থিত লোকজনের দলীয় অফিসে অতর্কিত হামলা চালায়। এ সময় অফিস ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে। একই সাথে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবিও ফেলে দেয়। নহাটা বাজারে চলে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তপ্ত হয়ে উঠে গোটা পরিবেশ। এ খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।