Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় মোটরযান শ্রমিক সংস্থার  সভাপতি আনিছুর সম্পাদক উজ্জল

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৩:৫৭:০৪ পিএম

 

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার মোটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচনে আনিছুর রহমান সভাপতি এবং উজ্জল হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ জুন) উপজেলা মোটরযান শ্রমিক সংস্থার কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ঘন্টা পরে ১৫ জুন সকালে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা। দিনব্যাপী এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সভাপতি পদে আনিছুর রহমান ৭’শ ১৯ ভোট বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি শহিদুল ইসলাম পেয়েছেন  ৬’শ ১০ ভোট।

সাধারণ সম্পাদক পদে উজ্জল হোসেন ৭’শ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি আতিয়ার রহমান পেয়েছেন ৫’শ ৯৮ ভোট।

এই নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।  আনিছুর-উজ্জল প্যানেল থেকে সভাপতি ও সম্পাদকসহ ১১ জন এবং শহিদুল-আতিয়ার প্যানেল থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকারী সভাপতি পদে ৭১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হারান। তার প্রতিদ্বন্দি প্রার্থী সামসুল আলম পেয়েছেন ৬০৬ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছে রিজাউল ইসলাম ও রফিকুল ইসলাম। তারা পেয়েছেন ৬৬৯ ও ৬২৩ ভোট। একই পদে ৫৩৩ ও ৫৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন শাহাজান এবং তোফাজ্জেল হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলফাজামান। এবং তার প্রতিদ্বন্দি প্রার্থী আনছার আলী পেয়েছে ৫৮৫ ভোট। ৬৬৯ ও ৬৩৬ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফুরকান আলী ও সোহারব হোসেন। একই পদে ৫৯৫ ও ৫৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন সোহেল রানা এবং আব্দুস সালাম।

সাংগঠনিক পদে ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তরিকুল ইসলাম। তার প্রতিদ্বন্দি প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৬১৮ ভোট।  মিন্টু বিশ্বাস ৬৭৪ ভোট পেয়ে দপ্ত সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী আব্দুল করিম পেয়েছেন ৫৯৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আব্দুল খলিল। প্রতিদ্বন্দি প্রার্থী মাহাবুবুর রহমান  পেয়ছেন ৫৯৫ ভোট।

৬১৫ ভোট পেয়ে মমিনুর রহমান প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এবং তার প্রতিদ্বন্দি প্রার্থী দুলাল হোসেন পেয়েছেন ৫৭৪ন ভোট।

৬৩৬ ও ৬১০ ভোট পেয়ে সড়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম ও মহিউদ্দীন ঢালী। ৬০৯ ভোট ও ৫৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছে মাহাবুব হাসান ও আলীকদর।

৫৫৮, ৬২৭ ও ৬৬৯ ভোট পেয়ে বাবলুর রহমান, লিটন ও হাসান আলী কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ৫৫৬, ৫৭২ ও ৫৪০ ভোট পেয়ে একই পদে পরাজিত হয়েছেন একলাচ উদ্দীন বকুল, মিলন বিশ্বাস ও নাসির উদ্দীন।

ভোট গণনা ও ফলাফল প্রকাশে বিলম্ব হওয়াতে ভোটাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রতিবছরই কারচুপির জন্য ফল প্রকাশে বিলম্ব করে। এবছর নানা ভাবে ফল প্রকাশে বিলম্ব করলেও প্রশাসন ও সেনাবাহিনির কঠোর পদক্ষেপের কারনে তারা ব্যর্থ হয়েছে। একই সাথে ন্যায়ের বিজয় হয়েছে। 

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম লিটু জানান, মোট ভোটার ১ হাজার ৫’শ ৮০। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৩’শ ৭০ জন। তিনি জানান, ১৭ টি পদের জন্য মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ফল ঘোষনা করতে বিলম্ব হওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, একই ব্যালট পেপারে ৩৪ জন প্রার্থীর প্রতিক এবং লোকবল কম থাকর কারনে গণনা করে ফলাফল প্রকাশ করতে বিলম্ব হয়। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)