Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে অস্ত্র-গুলিসহ স্বেচ্ছাসেবকদল নেতা ও তার পিতা গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৩:৩০:২৭ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস নামে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ৩টায় এই অভিযান পরিচালনা করে মাগুরা আর্মি ক্যাম্পের একটি টিম।
সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শ্রীপুর থানার পূর্বপাড়ার বাসিন্দা মুন্সি জাহাঙ্গীর (৫২) এবং তাঁর পিতা মুন্সি আব্দুল কুদ্দুস (৭৯) এর বাড়িতে অস্ত্র মজুত রয়েছে। সেই অনুযায়ী মধ্যরাতে পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি (জাপানি) পিস্তল ও একটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ১১টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ২১টি বল্লম, ৬টি মোবাইল ফোন।
সেনা সদস্যরা অভিযানের পরপরই গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ও তার পিতা কুদ্দুসকে শ্রীপুর থানায় হস্তান্তর করে। একই সঙ্গে জব্দ করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জামও পুলিশের কাছে জমা দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে। শিগগিরই এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)