Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় ভাঙনরোধে সংষ্কার কাজ উদ্বোধন করলেন ইউএনও

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৫:০০:২১ পিএম

 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:  দেবহাটার নান্দনিক রুপসী ম্যানগ্রোভের ভাঙ্গনরোধে সংষ্কার কাজ শুরু হয়েছে। রোববার থেকে এই সংষ্কার কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সকালে তিনি এই কাজের উদ্বোধন করেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জেলার মধ্যে এই রুপসী ম্যানগ্রোভটি সকল শ্রেনীর মানুষের কাছে আকর্ষনীয় ও অন্যরকম অনুভূতির জায়গা উল্লেখ করে জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে আপাতত ৩শ ২০ মিটার জিও ব্যাগ দেয়ার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ঠিকাদারের মাধ্যমে সেই কাজ শুরু করা হলো। তারমধ্যে ১শ ২০ মিটার কাজ শুরু হয়েছে আর বাকি কাজ ওয়ার্ক অর্ডার পেলে করা হবে। ইউএনও আরো জানান, তিনি স্থায়ী বাধ নির্মানের জন্য রুপসী ম্যানগ্রোভ থেকে দেবহাটা থানার পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত আনুমানিক দেড় কিলোমিটার পাকা ব্লক দেয়ার জন্য আবেদন করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)