ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মাঠ থেকে বজ্রপাতে মিরাজুল ইসলাম (২৪) ও অলিয়ার রহমান (৪৮) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাঠ ও মহারাজপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত মিরাজুল ইসলাম গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে। অপর নিহত অলিয়ার রহমান মহারাজপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
এলাকাবাসী জানান, সকালে মাঠে ধানের কাজ করেতে যান। সেসময় আকষ্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। অন্যরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বজ্রপাতের কবলে পড়েন তারা। পরে আহতাবস্থায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরি মৃতদের পরিবারের স্বজনদের হাতে জন প্রতি ২৫ হাজার করে নগদ টাকা প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম, সদর উপজেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।