শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় আগুনে পুড়ে পাশাপাশি থাকা সনাতন ধর্মের দুই পরিবারের দুটি ঘরের সবকিছু পুড়ে ভস্মিভূত হয়েছে। ৫ এপ্রিল শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া ওয়ার্ডের বাসিন্দা নিরঞ্জন কুমার হাওলাদার ও সুরজিৎ হাওলাদারের ঘরে ভোরে আগুনের সূত্রপাত ঘটে ।
ভুক্তভোগী নিরঞ্জন কুমার হাওলাদার জানায়, ভোররাতে হঠাৎ আগুনের তাপদাহ শরীরে রাগলে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। এ সময় ঘরের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ঘুমিয়ে থাকা স্ত্রী কাকুতি রানী, ছেলে তাপস কুমার হালদার ও ছেলে বউকে ঘুম থেকে ডেকে উঠিয়ে কোন রকমে প্রাণ বাঁচাতে বাইরে লাফিয়ে পড়ি। নিরঞ্জন কুমার হাওলাদার আরো বলেন তার ঘরে থাকা নগদ ২ লাখ ৮০হাজার টাকা ৩.৫ ভরি স্বর্ণের গহনা ও ঘরে থাকা মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় নিরঞ্জন তাপস কুমার হাওলাদার ঘরে থাকা নগদ ২ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করতে গেলে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। পার্শ্ববর্তী সুরজিৎ হাওলাদারের ঘরেও ওই আগুন ছড়িয়ে পড়ে। তার ঘরে মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়। সহ ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়েছে। প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিস শরণখোলার স্টেশনকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে বসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সে সময় ঘরের মধ্যে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার এ.কে. এম মেশফাকুল আলম বলেন ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।