Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে সাংবাদিক  জাকিরের মৃত্যু, শোক

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:২৯:২৪ পিএম

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি: দাকোপ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি,  দৈনিক মানবজমিন ও অনির্বাণ পত্রিকার দাকোপ প্রতিনিধি সাংবাদিক জি.এম জাকির হোসেন (৬১) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। বাদ মাগরিব গল্লামারী বাইতুন নাজাত জামে মসজিদে প্রথম জানাযা এবং বাদ ঈশা বসুপাড়া সিদ্দিকিয়া জামে মসজিদে ২য় জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, শচীন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জি.এম রেজা, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মোজাফ্ফার হোসেন, সহ সভাপতি কুমারেশ বিশ্বাস, সাবেক সহ সভাপতি স্বাপন কুমার রায়, জুবায়ের রহমান লিংকন, সহ সম্পাদক দীপক কুমার সরদার, সাবেক সহ সম্পাদক শামীম হাসান, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সাবেক কোষাধ্যক্ষ খান মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক পারুল বেগম, সদস্য দীপক রঞ্জন রায়, জয়ান্ত রায়, মোঃ জাহিদুর রহমান সোহাগ, তুষার দাস, গাজি আবুল বাশার, জি.এম আজম, মামুনুর রশীদ, রুহুল আমীন, মজনুর রহমান ফকির, গাজি সরোয়ার হোসেন, প্রবীর রায় বাপ্পি প্রমুখ। উল্লেখ্য তিনি গত ২৩ রমজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)