শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: অপহরণ করে বিষ প্রয়োগ ও ছুরিকাঘাতে জখম করা বিএনপি কর্মী এনায়েত হোসেন পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার রাত ৯ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় নিয়তের স্ত্রী আকলিমা বেগম শরণখোলা থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এনায়েত জমাদ্দার (৪০) গত ২০ এপ্রিল সন্ধ্যায় সোনাতলা গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন ২১ এপ্রিল সকালে প্রতিবেশী আলকাজ জমাদ্দারের বাড়ির পুকুরপাশ থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ সময় চিকিৎসক জানান, তার মুখে বিষ প্রয়োগ করা হয়েছে এবং পেটে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এতে তিনি গুরুতর জখম হয় এবং রক্তক্ষরণ হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ৫ দিন পর শুক্রবার রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে এনায়েতের স্ত্রী আকলিমা বেগম বলেন, তার স্বামীকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে এলাকাবাসী জানায়, এনায়েত বিএনপি’র কর্মী ছিলেন।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এ ঘটনায় এনায়েতের স্ত্রী আকলিমা বেগম অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য উন্মোচন করা সম্ভব হবে।