ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু খায়ের খানের ওপর হামলা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ১১ নম্বর আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।হামলার পর রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আবু খায়ের খান বলেন, আমি আমার ব্যক্তিগত কাজে হাটফাজিলপুর বাজারে অবস্থান করি এ সময় জানতে পারি ঢাকা থেকে আগত এম এম পরিবহনে আমাদের এলাকার ৭-৮ জন লোক মলম পার্টির খপ্পরে পড়েছে। এরপর আমি বাস কাউন্টারের সামনে যাই এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে স্টাটারের কাছে জানতে চাই। এ সময় আবাইপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে আবাইপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিল্লাল হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল (এমএম পরিবহনের স্টাটার) ও পাঁচপাখিয়া গ্রামের মহর আলীর ছেলে ইশান আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে রক্তাক্ত করে। আমার ধারণা আমার উপর যারা হামলা করেছে তারা মলম পার্টির সাথে জড়িত থাকতে পারে। আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সাইফুল ইসলাম এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহাম্মেদ বলেন, এ ব্যাপারে আমরা কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।