নিজস্ব প্রতিবেদক : যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের হাত থেকে ব্যবসায়ীরা রক্ষা পাননি। দেশের প্রথম শ্রেণীর দেড় লক্ষাধিক ব্যবসায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন। ব্যবসায়ীর ছদ্মবেশে আওয়ামী লীগের এক শ্রেণীর দালাল ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার এখন সময় এসেছে।
শনিবার যশোরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংগঠনের যশোর জেলা শাখার আয়োজনে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
সভায় মিজানুর রহমান খান আরও বলেন, ইট প্রস্তুতকারী মালিকরা নানা প্রতিবদ্ধকতার শিকার হয়েও তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অথচ এই সেক্টরে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান রয়েছে। আবার সরকারও কোটি কোটি টাকার রাজস্ব পাচ্ছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের কালাকানুন দ্বারা এই ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। তিনি ইট প্রস্তুতকারী মালিকদের সকল সংকটে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় আহ্বায়ক আব্দুল আজিজ খান কালামের সভাপতিত্বে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রাজশাহী বিভাগের সভাপতি সদরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর বিভাগের আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক। প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলা শাখার সভাপতি নাজীর আহম্মেদ মুন্নু।