Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে সর্বদলীয় ছাত্র বিক্ষোভ

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৩৮:০১ পিএম

দাকোপ প্রতিনিধি: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দাকোপে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মাবাদ ফিলিস্তিন ও বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে চালনা ডাকবাংলা মোড় থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল চালনা বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চালনা পৌর শাখার সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জাতীয়তাবাদী ছাত্রদল দাকোপ উপজেলার সদস্য সচিব রুমন আহমেদ, ইসলামী ছাত্রশিবির দাকোপ উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাত, দাকোপ উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি তরিকুল ইসলাম, খেলাফাত ছাত্র মজলিসের উপজেলা সভাপতি হাফেজ জুবায়ের ইসলাম, ছাত্রনেতা রাজু সানা, রিফাত ইসলাম রিফাত, সুনাম খান, এস এম সাজিদ হোসেন, কারী আরাফাত জামিল, পারভেজ আলম, আতিক হোসেন শাওন, গাজী আবুল বাশার, প্রিন্স রাজ সোহানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।

সমাবেশ শেষে গাজাবাসীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদনেতা হাফেজ ইকবাল হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)