আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সজল হোসেন (৩৫)কে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাত ১টার দিকে আলমডাঙ্গা থানার জেহালা অঘরনাথপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটক সজল অঘরনাথপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। পুলিশ তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।