এম আলমগীর, ঝিকরগাছা: গাজায় গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোহরবাদ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু মুসা মিন্টু, সম্মিলনী ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আবিদুর রহমান, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, ঔষধ বায়োফার্মা কোম্পানি প্রতিনিধি সাব্বির হোসেন, কাজী সমিতির সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী ছাত্র প্রতিনিধি আল-আসিফ হিমেল। অনুষ্ঠান পরিচালনা করেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
প্রেসক্লাবের আয়োজিত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন, ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী, ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদল, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন, যশোর চেম্বার অব কমার্স, বাজার ব্যবসায়ী সমিতি, মিল মালিক সমিতি, সম্মিলনী ডিগ্রী কলেজ, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি, উপজেলা কাজী সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টি, সেবা সংগঠন, ঝিকরগাছা উন্নয়ন ফোরাম, আশার আলো ফাউন্ডেশন, ইউনিটি ক্লাব বাংলাদেশ, রুপান্তর কম্পিউটার ও পেন ফাউন্ডেশন, মানবকল্যান ফাউন্ডেশন, ঔষধ কোম্পানি প্রতিনিধি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, হোটেল মালিক সমিতি, কাঁচাবাজার সমিতি, ক্যাবল মিডিয়া লাউজানী, প্লামবিং শ্রমিক ইউনিয়ন, ফল ব্যবসায়ী সমিতি, কসমেটিক্স ব্যবসায়ী সমিতি, মাছ ব্যবসাযী সমিতিসহ অর্ধ শতাধিক বিভিন্ন সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা বাজার কমিটির সভাপতি মোস্তফা এলাহী লিটু, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মন্টু, যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শেখ আশরাফুল আলম, জামায়াত নেতা রিজাউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক এমরান রেজা খোকন, ইউনিটি ক্লাব ঝিকরগাছার সভাপতি জীবন শেখ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী আকবার গাজী, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, মহসিন রেজা, মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।