Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আজিজুল হাকিম তামিমের এসএসসি পরীক্ষাতে অনীহায় অস্বস্তিতে বিসিবি

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৫:২০:২২ পিএম

 ক্রীড়া ডেস্ক: যশোরের ছেলে আজিজুল হাকিম তামিম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এ অধিনায়ক চলতি মাসে শ্রীলঙ্কা সফরের জন্য এসএসসি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটা কয়েকদিন ধরে আলোচনায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে যেমন আলোচনার ঝড় উঠেছে, তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ভেতরেও তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার গণমাধ্যমকে জানিয়েছেন, তামিমকে শুরুতে শ্রীলঙ্কা সফরের দলেই রাখা হয়নি, কারণ সে জানিয়েছিল পরীক্ষায় অংশ নেবে। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সে। বিস্মিত কোচ ও কর্মকর্তারা বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, “অনূর্ধ্ব-১৯ দলের একজন খেলোয়াড় এসএসসি পরীক্ষা না দিয়ে বিদেশ সফরে যাচ্ছে-এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা তো বিশ্বকাপ না যে জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে। যারা এটিকে দেশের জন্য ত্যাগ বলছেন, তারা ভুল করছেন। শিক্ষা ছাড়া একজন খেলোয়াড় পরিপূর্ণ হতে পারে না।”

সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও মনে করেন, তামিমের এই সিদ্ধান্ত আত্মঘাতী। তিনি বলেন, “একটি সিরিজ খেলতে গিয়ে এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কিছু এড়িয়ে যাওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। আমি নিজেও একসময় পরীক্ষার কারণে জাতীয় দলের সফর মিস করেছি। এমন উদাহরণ আগেও ছিল, যেমন সাকিব আল হাসান ২০০৮ সালে এইচএসসি পরীক্ষার জন্য এশিয়া কাপ খেলেননি।”

তামিমের এসএসসি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত বিসিবির পূর্ব পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে। ম্যানেজার কাউসার বলেন, “সে নিজেই বলেছিল পরীক্ষায় বসবে, আমরা তাকে সাধুবাদ জানিয়েছিলাম। তখন শ্রীলঙ্কা সফরের স্কোয়াডেও রাখা হয়নি। এখন হঠাৎ করে ক্যাম্পে যোগ দিয়ে বলছে সে খেলতে যাবে। এটা আমাদের জন্য বিব্রতকর।”

আজিজুল অবশ্য তার সিদ্ধান্তের পেছনে যুক্তি তুলে ধরে বলেন, “এখন ছন্দে আছি, তাই খেলার মধ্যে থাকতেই চাই। আগামী বছর বিশ্বকাপ শেষে সময় নিয়ে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করেছি।”

তবে বিসিবি কর্মকর্তাদের মতে, একজন উঠতি খেলোয়াড়ের জন্য শিক্ষা ও খেলাধুলার ভারসাম্য বজায় রাখা জরুরি। শ্রীলঙ্কা সফরের পরও সামনে রয়েছে আরও সিরিজ। তাই একটি সিরিজ মিস করলেও কোনো সমস্যা হতো না।

বছরখানেক আগেই আজিজুলের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপ জেতে। সেই অর্জনের ধারাবাহিকতায় এনসিএল টি২০, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন তিনি। কিন্তু নেতৃত্ব ধরে রাখার চাপে পড়ে পরীক্ষা থেকে সরে দাঁড়ানোর সন্দেহ করছেন বিসিবির কেউ কেউ।

তামিমের এই সিদ্ধান্ত ঘিরে যেমন প্রশ্ন উঠেছে তাঁর শিক্ষাজীবনের ভবিষ্যৎ নিয়ে, তেমনি বিসিবি নীতিনির্ধারকদের দিকেও ছুড়ে দিচ্ছে দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তা।

আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। তামিম এ বছরের পরীক্ষার্থী ছিলেন। যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার। তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না যুবা এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তামিম।

পরীক্ষার জন্য বিসিবি তাকে ছাড়পত্র দিয়েছিল। তবে লঙ্কান সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম। খেলাধুলার ক্ষেত্রে পরিবার থেকে সবসময়ই সাপোর্ট পান এই ক্রিকেটার এবারও তার ব্যতিক্রম হয়নি। তার সিদ্ধান্ত মেনে নিয়েছে পরিবার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)