Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আইনজীবীর বিরুদ্ধে মক্কেলের টাকা আত্মসাতের অভিযোগ সমিতিতে

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ১২:৩৪:২৫ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে মক্কেলের টাকা আত্মাসাতের ঘটনায় আইনজীবী সঞ্জয় সরকারের বিরুদ্ধে যশোর আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। শহরের সিটি কলেজপাড়ার মধুসূদন ঘোষ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কাছে এ অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম.এ গফুর।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সঞ্জয় সরকার ও মধুসূদন ঘোষ একই বাড়িতে ভাড়া থাকতেন। সেই সুবাধে তাদের পরিচয়। এরমাঝে চট্টগ্রামের একটি আদালতে মধুসূদন ঘোষের নামে ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে একটি মামলা হয়। যার সিআর নাম্বার ৪/২২। ওই মামলার আইনী পরামর্শ নিতে মধুসূদন ঘোষ যান সঞ্জয় সরকারের কাছে। এসময় সঞ্জয় সরকার জানান, যশোরে বসে টাকা দিলেই এ মামলা থেকে খালাস পাওয়া যাবে। কোনো ঝামেলা হবে না। ২০২৩ সালের নভেম্বরে সঞ্জয়কে ব্যাংকের মাধ্যমে ৬৫ হাজার টাকা দেন তিনি। এরপর সঞ্জয় তাকে জানান, ৫৭ হাজার টাকা দিয়েছেন ওই মামলার বাদীকে। এছাড়া ওই মামলা খারিজ হয়ে গেছে বলেও তিনি তাকে নিশ্চিত করেন। গত ২৩ মার্চ মধুসূদন ঘোষ জানতে পারেন চট্টগ্রামের সেই মামলায় তার সাজা হয়ে গেছে। আইনজীবী সঞ্জয় ঘোষ বাদীকে কোন টাকা দেননি। ফলে আদালতে এ মামলায় সাজা দিয়েছে। বাধ্য হয়ে তিনি জেলা আইনজীবী সমিতিতে এ অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আইনজীবী সমিতির সদস্য সঞ্জয় ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, তার কাছ থেকে এতো টাকা নেয়া হয়নি। মধুসূদন ঘোষকে জামিন করিয়ে দিয়েছে। মামলা নিষ্পত্তির কোনো চুক্তি ছিলো না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)