নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন স্বাধীনতার চেতনা ঐক্যের, বিভক্তির নয়। ২৪ এর জুলাই বিপ্লব থেকে এই শিক্ষা নিতে ব্যর্থ হলে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তাই মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে পাড়ামহল্লা থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল ষড়যন্ত্র কোরআনের কর্মীদের শিশাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।
রোববার যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইউনিয়ন আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা অধ্যাপক মশিউর রহমান, অভয়নগর উপজেলা আমির অধ্যাপক সরদার শরীফ হোসাইন, আলী হাসান বিশ্বাস প্রমুখ।