Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেবো না : অ্যাটর্নি জেনারেল

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:৩৯:৪৭ পিএম

মাসুদুজ্জামান লিটন, শৈলকুপা (ঝিনাইদহ) : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এই বাংলাদেশ ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে ছিল। আবু সাঈদ বুক চিতিয়ে যেভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে জীবন আত্মউসৎর্গ করে আমাদের গণতন্ত্রের পথ দিয়ে গেছেন। তৃষ্ণার্থ সহযোদ্ধাদের পানি দিতে গিয়ে মুগ্ধ যেভাবে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাদের সেই স্বপ্নের সারথী হয়ে আমরা অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশে জেগে আছি।’
তিনি বলেন, ‘আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্টদেরকে আর আস্তানা গড়তে দেবো না। আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেবো না , আর কখনো দিনের ভোট রাতে হবে না এটা আমাদের অঙ্গীকার। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে যেয়ে আপনাদেরকে পাশে চেয়েছি, সহযোগিতা চেয়েছি। যে যেখানে আছেন সেখান থেকে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।’
শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজের আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনালেন আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের নেতৃত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে, বিপদের মুখে রেখে নিজের পরিবারের আত্মীয়স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশে থেকে পালিয়ে গেছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। অনেক নেতা বলা শুরু করেছে যে কখনোই আর আওয়ামী লীগ করবে না। কারণ বিগত ১৬ বছরের আওয়ামী লীগের অনেক নেতা হালুয়া-রুটির ভাগ পায়নি। আর শেখ পরিবারের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। সবাই সাচ্ছন্দ্যে নিরাপদে ৫ই আগস্টের আগেই এদেশ থেকে পালিয়ে গেছে।’
অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত নয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা যে হাল ধরেছি এই ক্যাবিনেটে যেসমস্ত উপদেষ্টা মন্ডলী আছেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন উপদেষ্টার বিরুদ্ধেও কেউ দুর্নীতির আঙ্গুল তুলতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রতিটি জেলার প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের সাথে আমরা ভ্রমণ করে বলেছি, আমরা এমন একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশে দিয়ে যেতে চাই যে সমাজ ব্যবস্থায় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজ ব্যবস্থা হবে। আমরা বলেছি, আমরা কোনো উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হয়ে আমাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে চাই না।’
ইফতার মাহফিলে শৈলকুপা নাগরিক সমাজের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ জেলা-উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষকসমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)