বিএম আলাউদ্দীন আশাশুনি : মন্ত্রিপরিষদের সচিব ড. শেখ আব্দুর রশীদ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা ব্রিজের নিচে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে পরিদর্শন কালে আশাশুনির নদী খনন ও বিভিন্ন কালভার্ট সংক্রান্ত দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মন্ত্রী পরিষদ সচিব এর একান্ত সচিব (উপসচিব) ড. জয়নাল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন, কুল?্যা ইউপি চেয়ারম্যান ওমরসাকি পলাশ ফেরদৌস সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।