নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, বাংলাদেশের মানুষ দেশ সেবার জন্য জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র দেখতে চায়। মানুষের এই আশা আকাঙ্খা পূরণে জামায়াতেন নেতাকর্মীদের ব্যাপকভাবে কাজ করতে হবে।
শনিবার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা কর্মপরিষদ সদস্যদের ওরিয়েন্টেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুনির আক্তার, শিহাব উদ্দিন, নূর-ই-আলী আল মামুন, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, অভয়নগর উপজেলা আমীর শরিফ হুসাইন, শার্শা উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট ওজিয়ার রাহমান প্রমুখ।