নিজস্ব প্রতিবেদক : বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্টে তল্লাশী এবং আন্দুলিয়া, কাশিপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে প্রায় পৌনে ১১ লাখ টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা গত রোববার যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্ট ও আন্দুলিয়া, কাশিপুর, বেনাপোল আইসিপি ও বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ভারতীয় মদ, ফেনসিডিল, ওষুধ, কম্বল, শাড়ি, থ্রিপিচ, তৈরী পোশাক, চাদর, বিটেক্স মলম, পান মসলা, বিভিন্ন ধরনের পানির ট্যাপ ও বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য জব্দ করছে। যার মূল্য ১০ লাখ ৭৩ হাজার ২৬০ টাকা।