নিজস্ব প্রতিবেদক : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা প্রাইভেটকারসহ ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এই ঘটনায় প্রাইভেটকার (ঢাকা মেট্ট্রো-গ-৩৭-৯১৩৪) চালক আবুল হোসেনকে (৫৮) আটক করেছে। তিনি যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে।
র্যাব জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে গোপন সূত্রে র্যাব সদস্যরা জানতে পারে একটি প্রাইভেটকারে করে বেনাপোল থেকে মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সংবাদ পেয়ে তাদের একটি টিম যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট কৃষ্ণবাটি এলাকার একটি দোকানের সামনে চেকপোস্ট বসায়। রাত পৌনে ৮টার দিকে সোনালী (বেনসন) রং এর প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে চালক র্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে। কিন্তু তাকে আটক করা হয়। পরে প্রাইভেটকারের পেছনের ছিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির ৪৭ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।