লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি সমিতির সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ মোড়ে এসে শেষ হয় ।
পরে সমাবেশে বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী আজিজার রহমান সরদার, সাধারণ সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম, আকিদুল ইসলাম, খোকন সরদার লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালহা বেগম বলেন, গত ২৮ ডিসেম্বর লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান। তিনি ভোটের আগে প্রায় দুই শতাধিক কার্ডে ব্যবসায়ীর পরিচিতি নাম-ঠিকানা, ছবি, দোকানের নাম, ভোটার নম্বর ইত্যাদি ফাঁকা রেখে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে কার্ড ইস্যু করেন। নির্বাচিত প্রার্থীরা এ সব কার্ডে নিজস্ব লোকের ছবি, ভুয়া দোকান ঘর নাম ঠিকানা লিখে জাল ভোট দিয়েছেন। যে কারণে মোট ভোটারের সাথে কাস্টিং ভোটের গরমিল হয়। আমরা এ ব্যাপারে আপত্তি দিলে সভাপতি আব্দুর রহমান ও প্রিজাইডিং অফিসার আমাদের কথা কর্ণপাত না করে তড়িঘড়ি করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আমরা তার প্রতিবাদ করছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সুষ্ঠু তদন্তসহ পুনরায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার ও সমবায় অফিসার আব্দুর রহমান জানান, নতুন ভোটার করা এবং পুরাতনদের কার্ড হারানোর ক্ষেত্রে বাজারের আদায়কারী উজ্বলের কাছে প্রায় দেড় শতাধিক ফাঁকা কার্ড ইস্যু করে দেয়া হয়েছিল। যারা বকেয়া টাকা পরিশোধ করে কার্ড নিয়েছে এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে কেবলমাত্র তারা ভোট দিতে পেরেছেন। এ ক্ষেত্রে জাল ভোট হওয়া বা গ্রহণ করার কোনো সুযোগ ছিল না। নির্বাচনের ফলাফল তৈরির সময় সকল প্রার্থীর প্রতিনিধি, পুলিশ এবং সেনাসদস্যের উপস্থিত করা হয়েছিল।