Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হত্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানির অভিযোগে চলচ্চিত্র শিল্পীর মামলা

এখন সময়: শনিবার, ১৮ জানুয়ারি , ২০২৫, ০৬:৫০:১৮ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: রাকিবুল ইসলাম রাকিব হত্যায় আসামি করে হয়রানি ও মানহানি করায় চলচ্চিত্র শিল্পী রবিউল ইসলাম শাহের খান দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার ভুক্তভোগী যশোর সদরের মুনসেফপুর গ্রামের মৃত কাওছার খানের ছেলে শাহের খান নিজে বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলো, যশোর সদরের শাহাবাটি গ্রামের মৃত জব্বার গাজী ছেলে শাহাবুদ্দিন ও মৃত কাওছার ড্রাইভারের ছেলে রাজু আহম্মেদ।

মামলার অভিযোগে জানা গেছে, শাহের খান চলচ্চিত্র শিল্পী। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অধিকাংশ সময় ঢাকা ও বিদেশে থাকেন। ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর তিনি ৭ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। পরদিন রাতে গ্রামে রাজনৈতিক গোলযোগের জের ধরে প্রতিপক্ষের হামলায় রাকিবুল ইসলাম রাকিব নিহত হয়। এ ঘটনায় সাহাবুদ্দিনের পরামর্শে রাজু কোতয়ালি থানায় যে মামলা করেন তাকে শাহের খানকে এজাহারনামীয় আসামি করা হয়। এ মামলায় ১৩ সেপ্টেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। দীর্ঘ ৮০ দিন কারাভোগের পর তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি শাহের খানের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দেন। গত ১২ নভেম্বর চার্জশিটের উপর শুনানি শেষে শাহের খানকে অব্যাহতি দেন বিচারক। আসামিরা মামলা দিয়ে হয়রানি ও মানহানির করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)