ক্রীড়া প্রতিবেদক: বুধবার যশোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে। বালক গ্রুপে চৌগাছার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকায় ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে সদরের বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালকের ফাইনাল খেলায় সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বালিকা ফাইনালে ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলের ব্যবধানে হারায় শার্শার কায়বা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বালকে চৌগাছার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে জুনায়েদ গাজী ৩ টি ও আবু সাঈদ একটি গোল করে। সেরা গোলদাতা হয়েছে জুনায়েদ গাজী। বালিকায় ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে শান্তা ৪ টি ও তোহা একটি গোল করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে শান্তা। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ট্রফি তুলে দেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, শেখ আব্দুল গণি, শামসুন্নাহার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান প্রমুখ।