Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে দিনব্যাপী এ্যাথলেটিকস্ ও গ্রামীণ খেলায় মাতলো শিক্ষার্থীরা

এখন সময়: শনিবার, ১৮ জানুয়ারি , ২০২৫, ০৭:০৫:৫৮ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এ্যাথলেটিকস্ ও গ্রামীণ খেলার প্রতিযোগিতা। জেলা ক্রীড়া অফিস যশোরের আয়োজনে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়াম হলো এ প্রতিযোগিতা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব, বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন। যশোরের ৮ টি উপজেলার ১৮ টি প্রতিষ্ঠানের ১০৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বালক ৫৫ ও বালিকা ৪৯ জন। বালক (বড়) ১০০ মিটার দৌড়ে প্রথম চয়ন বিশ্বাস, দ্বিতীয় হৃদয় ও তৃতীয় হয় সাইম। ২০০ ও ৪০০ মিটার দৌড়ে প্রথম হয় রাজিব হাসান। দীর্ঘ লাফে প্রথম চয়ন বিশ্বাস, দ্বিতীয় রাজিব হোসেন ও তৃতীয় হৃদয়, উচ্চ লাফে প্রথম হয় স্পন্দন বিশ্বাস, দ্বিতীয় তানভীর ও তৃতীয় হয় খন্দকার অনন্ত হাসান। বালক  (ছোট) ১০০ মিটার দৌড়ে প্রথম নিলয়, সাফি দ্বিতীয়  ও তৃতীয় হাসিবুল। বালিকা (বড়) ১০০ মিটার দৌড়ে প্রথম ঐশি দ্বিতীয় সামিয়া ও তৃতীয় হয় নূর জাহান। বালিকা (বড়) ২০০ মিটার দৌড়ে প্রথম ঐশি দ্বিতীয় নূর জাহান ও তৃতীয় হয় আয়শা। ৪০০ মিটার দৌড়ে প্রথম শারমিন, দ্বিতীয় আয়শা ও তৃতীয় হয় মুন্নি। উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।  সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)