নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন প্রফেসর খোন্দকার কামাল হাসান। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান মর্জিনা আক্তারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
তিনি রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। ২০১৬ সালের দিকে তাকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। সর্বশেষ চেয়ারম্যান মর্জিনা আক্তারকে বর্তমান সরকার ওএসডি করলে তার স্থলে প্রফেসর খোন্দকার কামাল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি মঙ্গলবার যোগদান করবেন। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়।