নিজস্ব প্রতিবেদক: যশোরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন ডা. মাসুদ রানা। মঙ্গলবার নতুন কর্মস্থলে আসার পর তিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এর আগে মাসুদ রানা গোপালগঞ্জের সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন।
প্রথম কর্মদিবসে তাকে আরও ফুলেল শুভেচ্ছা জানান যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে উপ পরিচালক ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনিসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এরআগে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদপুরের সিভির সাজন হিসেবে বদলি হন।