কেশবপুর প্রতিনিধি : কেশবপুর হাসপাতালে ভর্তি হয়ে গত ৬ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে ১৮০ জন। বর্তমানে ভর্তি আছে একজন ।
কেশবপুর উপজেলার সরকারি হাসপাতাল সূত্র জানায়, ২০২৪ সালের উপজেলার সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছে ১৮০ জন । চলতি বছরের শেষ ৬ মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ডেঙ্গু রোগী ছিলো মাত্র ২ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ১ জন ও জুন মাসে ১ জন। গত জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের শেষ পযন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ছিলো ১৭৮ জন। এরমধ্যে জুলাই মাসে কোনো ডেঙ্গু রোগী ছিলো না, আগস্ট মাসে ৯ জন, সেপ্টেম্বর মাসে ২১ জন, অক্টোবর মাসে ৫১ জন, নভেম্বর মাসে ৪৭ জন ও ডিসেম্বর মাসে ১০ জন। গত অক্টোবর মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলো সব চেয়ে বেশি ৫১ জন।
কেশবপুর উপজেলা সরকারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন দৈনিক স্পন্দনকে বলেন, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছে। চিকিৎসা ব্যবস্থা ভালো থাকার কারণে চলতি বছর কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেনি। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে ১ জন। তাকে উপযুক্ত চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।