Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জেসিআই যশোরের নেতৃত্বে ওয়ালিউর খান-ওয়াসিফ

এখন সময়: শনিবার, ১৮ জানুয়ারি , ২০২৫, ০৮:০৮:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) যশোরের ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ সংগঠক ও ব্যবসায়ী ব্যরিস্টার ওয়ালিউর রহমান খান  এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন আলী ওয়াসিফ মাহির।

শুক্রবার রাতে যশোর ক্লাবে আয়োজিত জেসিআই যশোরের বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির ন্যাশনাল কমিটির নেতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন ইভিপি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) ফাহিম রেজা, ভাইস প্রেসিডেন্ট (১) শেখ সুবর্ণা রসুল তন্নী, ভাইস প্রেসিডেন্ট (২) ডাঃ এম এম মুশফিকুর রশিদ, জিএলসি ( জেনারেল লিগ্যাল কাউন্সেল) শুভ্র আলম, ট্রেজারার আব্দুস সালাম নাঈম, ফাউন্ডেশন এন্ড ক্লাব এফেয়ার্স চেয়ারপার্সন উমর সাইফ হৃদয়, ডিজিটাল কমিটি চেয়ারপার্সন আছিম আরমান, ইভেন্ট কমিটি চেয়ারপার্সন এসকে এজাজ আহমেদ এবং কমিটি চেয়ার ইফতেখারুল আলম শাওন।

এছাড়াও লোকাল ডিরেক্টর হিসেবে রয়েছেন ৪ জন। তারা হলেন এসএ ফাহিম শাকিল, আসিফ খান সৈকত, ডাঃ আসাদুজ্জোহা হিমিক এবং অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল শাকিল।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। সারা বিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।

 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)