প্রেসবিজ্ঞপ্তি: সোমবার ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের খুলনা জেলার সভাপতি, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, জাতীয় গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনের অগ্রসৈনিক, গণমানুষের কবি মশিরুজ্জামানের জানাজার নামাজ শেষে খালিশপুর গোয়ালখালি করবস্থানে দাফন সম্পন্ন হয়। এরপর ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় কমিটি, যশোর ও খুলনা জেলা কমিটিসহ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ট্রেড ইউনিয়ন সংঘ, কৃষক সংগ্রাম সমিতি খুলনা জেলা কমিটিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতি চারণ করেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সভাপতি শাহরিয়ার আমির, খুলনা জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান, যশোর জেলার সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের খুলনা জেলা সভাপতি এমএম আবুল হোসেন, ট্রেড ইউনিয়ন সংঘের খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘের খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, গণতান্ত্রিক মহিলা সমিতির খুলনা জেলা সভাপতি খাদিজা বেগম ও কৃষক সংগ্রাম সমিতির খুলনা জেলা সাধারণ সম্পাদক নিবিড় কান্তি বিশ্বাস মিঠু প্রমুখ। শপথ পাঠ করান অধ্যাপক তাপস বিশ্বাস।