নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেছেন, দেশ ও দেশের বাইরে থেকে ফ্যাসিবাদীরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার যশোর জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন কক্ষে আগামী ২৭ ডিসেম্বর আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর ছিদ্দিক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, প্রভাষক মনিরুল ইসলাম প্রমুখ।