প্রেসবিজ্ঞপ্তি: বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশের সৌন্দর্য্য বর্ধন, আদর্শ ক্যাম্পাস গঠন, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে কিভাবে সাজাতে চায় ও ক্যাম্পাসের উন্নয়ন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রজেক্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
সোমবার দুপুরে যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে ‘কেমন ক্যাম্পাস চাই শীর্ষক প্রজেক্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা’ আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। দুই দিনব্যাপী এই প্রজেক্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ টি দল অংশগ্রহণ করে। বিজয়ীদের আগামী ১৬ ডিসেম্বর পুরষ্কার দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রজেক্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন যবিপ্রবির প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. মো.এইচ এম জাকির হোসেন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ল্যাবরেটরি উন্নয়নের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. নাজমুস সাকিব, সহকারী পরিচালক কুতুব উদ্দিন চিশতী।