Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ডাকাতি মামলার চার্জশিট, অভিযুক্ত ৮

এখন সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৭:৩০:২১ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরতলীর হাইকোর্ট মোড়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ডাকাতির ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিভিন্ন সময় আটক তিনজনের অব্যাহতি চাওয়া হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন পিবিআই’র তদন্তকারী কর্মকর্তার এসআই স্নেহাশিস দাস।

অভিযুক্ত আসামিরা হলো, মণিরামপুরের হানুয়ার গ্রামের মৃত রাজ আলীর ছেলে হাবিব, বাঘারপাড়ার সিলুমপুর গ্রামের তোরাব আলীর ছেলে রাশিদুল ইসলাম, যশোর শহরের শংকরপুরের মৃত আজহার আলীর ছেলে ফয়সাল হোসেন, শহরতলীর শেখহাটির জাহাাঙ্গীর হোসেনের ছেলে খালিদ হোসেন, বিরামপুরের মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল সালাম, সদরের পুলেরহাটের বাবুলের ছেলে আরিফুল ইসলাম রিপন ওরফে মিঠু, ঝিনাইদহের হরিধানী গ্রামের মৃত মকবুল হোসেন মোল্যার ছেলে ইউনুচ আলী ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মাজিলা গ্রামের শফি মন্ডলের ছেলে জুলফিকার।

মামলার অভিযোগে জানা গেছে, শহরতলীর শেখহাটি হাইকোর্ট মোড়ের অ্যাগ্রো ভবনের নিচতলায় ছিল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস। ২০১৯ সালের ২৮ আগস্ট গভীর রাতে একদল ডাকাত কলপসিপল গেটের তালা কেটে  অফিসের ভিতর প্রবেশ করে। ডাকাতরা অফিসের কর্মচারী আবু রায়হানকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেধে রেখে দেয়। এরপর ডাকাতরা একটি ১৩৫ সিসির ডায়াং মোটরসাইকেল, একটি ইয়াহামা ১৫০ সিসির মোটরসাকেল, একটি ডেক্সটব ও ২ টি ল্যাপটব কম্পিউটার, একটি ক্যামেরা, একটি মোবাইল ফোন ও আবু রায়হানের ব্যবহৃত কাপড়, মানিব্যাগ, ঘড়ি লুট করে। এ ঘটনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিভিন্ন সময় আটক শেখহাটি জামরুলতলার শামীম হোসেন ওরফে কাবাব শামীম, বারান্দী মোল্যাপাড়ার রাকিব হোসেন ও সদরের বড় বালিয়াডাঙ্গার জাকারিয়া হোসেন অপুর অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত সকল আসামিকে আটক দেখানো হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)