নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদের ২৪৪ তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। যশোর শহরের পোস্ট অফিসপাড়ার বিএসপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন কবি ও গবেষক যশোর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো: মোফাজ্জেল হোসেন। আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, কবি ড. শাহনাজ পারভীন, কবি আতিয়ার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
বিএসপির সহসভাপতি আমির হোসেন মিলনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি নূরজাহান আরা নীতির সঞ্চালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, মোহাম্মদ আব্দুল খালেক, দীনেশ মন্ডল, রবিউল হাসান, সুরাইয়া শরীফ, ডা. আহাদ আলী, রাশিদা আখতার লিলি, ডা. অমল কান্তি সরকার, অ্যাড, মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, সঞ্জয় নন্দী, কাজী নূর, আহমেদ মাহবুব ফারুক, অরুণ বর্মন, রবিউল হাসনাত সজল, শাহরিয়ার সোহেল, ফাতিমা পারভীন, ইরফান খান, এ.এফএম মোমিন যশোরী, শংকর নিভানন, হাজারী লাল সরকার, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান, আমিনুর রহমান, মো. নজরুল ইসলাম প্রমুখ।