কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বিগত সরকারের আমলে নিয়োগ দেয়া ৬৯ জন তথ্য সংগ্রহকারীর নিয়োগ বাতিলের দাবিতে কোটচাঁদপুরে ছাত্রদল ও যুবদল উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ মিছিল বের করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মিছিল চলাকালে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার দপ্তরে গিয়ে নেতৃবৃন্দ সাবেক সরকারের সময় দেয়া এ নিয়োগ বাতিলের জন্য দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হুমায়ন কবির হিরা, যুবদলের সদস্য সচিব মাসুদুল আলম মামুন ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সিদ্দিক। উপজেলা পরিসংখ্যান অফিস সূত্র জানায়, সরকার অর্থনীতি শুমারী সম্পন্ন করতে সারা দেশের মত চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সরকারি বিধি মোতাবেক কোটচাঁদপুর পরিসংখ্যান অফিসের অধীনে ৬৯ জন তথ্য সংগ্রাহককে নিয়োগ দেন। পরবর্তীতে কর্তৃপক্ষ পুনরায় ২১ জন সুপারভাইজার ও ২৩ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দিতে আগ্রহীদের নিকট থেকে আবেদনপত্র জমা নেন। এতে সুপারভাইজার পদে ৪২ জন ও তথ্য সংগ্রহকারী পদে ১২৪ জন প্রার্থী আবেদন করেন। এ দু’পদে নিয়োগ দিতে নির্বাহী অফিসারের দপ্তরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মৌখিক পরীক্ষা নেয়ার কথা ছিল। কিন্তু আন্দোলনের মুখে কর্তৃপক্ষ পরীক্ষা বন্ধ করে দেন। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা বাবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিক্ষোভকারীদের দাবীর মুখে মৌখিক নিয়োগ পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সাথে এ বিষয়ে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।