নিজস্ব প্রতিবেদক : দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শাšত্মনু ইসলাম সুমিতের শ্বশুর ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমানের মৃত্যু সংবাদে শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে তার ঘোপ নওয়াপাড়া রোডের বাস ভবনে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। আজ রোববার বাদ যোহর শহরের ঘোপ নওয়াপাড়া রোড জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হবে। মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাহবুবুর রহমান একজন ধার্মিক ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত।