শালিখা প্রতিনিধি: রাজু শিকদারকে সভাপতি ও গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক ২৩ সদস্য বিশিষ্ট শালিখা উপজেলার বুনাগাতী বাজার কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে বাজার চান্দিনায় কমিটি গঠনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি কাইজার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইকরাম হোসেন তুষার, যুবদল নেতা তুহিন শিকদারসহ বাজারের তিন শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। নতুন এই কমিটি আগামী দুই বছর তাদের কার্যক্রম পরিচালনা করবেন।