শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন এই শ্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ নভেম্বর)মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনিরের সভাপতিত্বে এবং সেক্রেটারী এস, এম, মোস্তফা কামালের সঞ্চালনায় সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন ভ্রমণ বিষয়ে পর্যটনের অপর সম্ভবনাময় নিয়ে মতবিনিময় সভায় স্থান পায়। ইকো ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবনের সভাপতি নাজমুস শাহাদাত পলাশ মতবিনিময় সভায় জানান, সুন্দরবন এর বর্তমানে সুন্দর দর্শনীয় স্থান আকাশলীনা, পুটনি দ্বীপ, মান্দারবাড়িয়া, কলাগাছিয়া, দোবেকী স্পর্ট গুলোসহ সমুদ্র সৈকত যা প্রাকৃতিকভাবে অত্যন্ত পরিচ্ছন্ন। নতুন পথে সুন্দরবন। প্রকৃতির রানী সুন্দরবন এর গভীরে অত্যন্ত নয়নাভিরাম ও হৃদয় জুড়ানো সাগর, নদী, সৈকত ও সুন্দরবনের চমৎকার মিশেলে পরিবার পরিজন নিয়ে নিরাপদ ভ্রমনে সাতক্ষীরার শ্যামনগর মুন্সিগঞ্জ থেকে দেশের একমাত্র সড়ক পথে সুন্দরবন ভ্রমণে শুরু হতে যাচ্ছে এক নবদিগন্ত। ট্যুরিজিয়াম স্পেশালিস্ট মোঃ মুরশিদ আলম জানান, সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন মূলত ভারত বাংলাদেশের মোট সুন্দরবন এর মধ্যভাগ হওয়ায় এখানের পশুপাখি, বনের গভীরতা বা গাছগাছালির ঘনত্ব অনেক বেশি।