নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান, সবজি বীজ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কালিয়া উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশেদুজ্জামান।
উপজেলা কৃষি অফিসার ইভা মল্লিকের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার এস এম আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার তরিকুল ইসলাম, কালিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদসহ অনেকে।
কালিয়া পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের সাত হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানবীজ এবং ৭০০ জনকে সবজির বীজ বিতরণ করা হচ্ছে।